হোম > সারা দেশ > যশোর

ঈদের কেনাকাটা নিয়ে অভিমানে যুবকের আত্মহত্যা 

যশোরের মনিরামপুরে ঈদের কেনাকাটা নিয়ে বাবা-মার ওপর রাগ করে আত্মহত্যা করেছেন শাহীন আলম (২২) নামে এক যুবক। আজ সোমবার ভোরে উপজেলার তাহেরপুর এলাকায় তাঁর নিজ ঘর থেকে স্বজনেরা মরদেহ উদ্ধার করেন। মৃত শাহীন আলম তাহেরপুর গ্রামের নজরুল ইসলাম মনুর ছেলে।

স্বজনেরা জানান, ঈদের কেনাকাটা নিয়ে বাবা-মার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন শাহীন আলম।

মৃতের চাচা সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান বলেন, শাহীন সৌদি আরব যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করেছিল। ঈদের পরে তাঁর যাওয়ার কথা ছিল। এরই মধ্যে ঈদের কেনাকাটা নিয়ে বাবা-মার ওপর রাগ করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় তাজাম্মুল হোসেন বলেন, গতকাল রোববার রাত ১১টার দিকে শাহীনের সঙ্গে চা খেয়েছি। আর আজ সকালে উঠে শুনি শাহীন নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঈদের কেনাকাটা নিয়ে বাবা-মার সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন। তা ছাড়া আগে থেকেই শাহিন খুব জেদি ছিল বলে জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন।

ওসি আরও বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক