হোম > সারা দেশ > খুলনা

যশোরে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে যশোর সিভিল সার্জনের মিডিয়া সেল থেকে বিষয়টি জানানো হয়েছে।

নিহতেরা হলেন—চৌগাছা কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী দোলন কর্মকার (৩৩) এবং বাঘারপাড়া উপজেলার আব্দুল গফফার (৬৫)। তাঁরা দুজনই স্থানীয়ভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১২ জুলাই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাঁদের দুজনেই হার্ট ও ডায়াবেটিসের রোগী ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সিভিল সার্জন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯ জন। আক্রান্তরা সবাই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে জেলায় মোট রোগী দাঁড়াল ১০৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে রয়েছে ৮৬ জন। 

এ বিষয়ে যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ডেঙ্গুতে আক্রান্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া দুজনই স্থানীয়ভাবে আক্রান্ত ছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘যশোরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। খারাপ হতে পারে এমন আশঙ্কায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উপজেলায় নিয়মিত উঠান বৈঠক ও অবহিতকরণ সভা করা হচ্ছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ