হোম > সারা দেশ > খুলনা

দোকান ভেঙে নিয়ে খাদে পড়ল বেপরোয়া বাস, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাস একটি দোকানে ধাক্কা দিয়ে খাদে পড়েছে। এ ঘটনায় বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে কচুয়া উপজেলার মাঠ বাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোড়লগঞ্জ উপজেলার পুঠিখালী গ্রামের হারুন মল্লিকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের বাসটিতে তিনজন যাত্রী ছিলেন। হঠাৎ দ্রুতগতিতে আসা বাসটি এখলাসের দোকান ঠেলে নিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা রাকিব নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখলাস বলেন, ‘ধারদেনা করে সাত দিন আগে ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে এই দোকানটি দিয়েছি। কিন্তু এই বেপরোয়া গতির বাসটি আমার দোকান ভেঙে তছনছ করে দিয়েছে। বাসমালিক কর্তৃপক্ষ যদি আমাকে ক্ষতিপূরণ না দেয় তাহলে আমার মাথা গোঁজার ঠাঁই থাকবে না, আমি নিঃস্ব হয়ে গেলাম।’

কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ বলেন, বেপরোয়া গতির কারণে বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। রেকার দিয়ে বাসটি উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা