খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য নিয়োগ না হওয়ায় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ঈদের বেতন-বোনাস পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বেতন-বোনাসের দাবিতে আজ রোববার দুপুরে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে রাজনীতি বন্ধ করার ঘটনা নিয়ে গত ১৮ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ঘটনায় ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে উপাচার্য ও প্রো-ভিসিকে প্রত্যাহার করা হয়েছে। গত ২২ মে অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হযরত আলী পদত্যাগ করার পর এখন নতুন করে কোনো ভিসিকে দায়িত্ব গ্রহণ না করায় চরম জটিলতায় পড়েছেন ১ হাজার ২০০ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
অচিরেই উপাচার্য নিয়োগ অথবা ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব দিয়ে বেতন-বোনাস-বিল প্রদানের জটিলতা নিরসন করে ক্যাম্পাসে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনবে এমন দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক। মানববন্ধনে বক্তব্য দেন মো. রোকুনুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াৎ ও প্রকৌশলী বাদশা মো. হারুন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।