হোম > সারা দেশ > ঝিনাইদহ

কপোতাক্ষ নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ক্যামপাড়রা রাজধানী বেকারীর পাশে কপোতাক্ষ নদীতে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, ডুবে মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই। পৌর এলাকার হাসপাতাল পাড়ার ফারুক হোসেনের ছেলে জীবন (১৪) ও একই এলাকার রহমত হোসেনের ছেলে সাব্বির হোসেন (৯)। 

স্থানীয়রা জানান, দুপুরে বেশ কয়েকজন শিশু নদীতে গোসল করতে যায়। তারা একটি নৌকায় উঠে। নৌকাটি উল্টে গিয়ে তারা নদীতে পড়ে যায়। এরপর সবাই উঠে আসলেও জীবন ও সাব্বিরকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা এসে তাদের উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। 

মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সোবহান হাওলাদার জানান, আজ দুপুরে জীবন ও সাব্বির হোসেন কয়েকজনের সঙ্গে কপোতাক্ষ নদীতে গোসল করতে যায়। বাকিরা ফিরলেও ওই দুজন নদী থেকে উঠে আসতে পারেনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করি। প্রায় দুই ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়।’

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মিয়া জানান, দুই শিশুর পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হবে।

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক