হোম > সারা দেশ > কুষ্টিয়া

কোটা সংস্কার আন্দোলন: ইবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ

ইবি প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্দোলন অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ১১ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা সমবেত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা। 

এ সময় কোটা সংস্কারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বেলা ১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আন্দোলন স্থগিত করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকেও হলে গিয়ে মারধর করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। তবে সব ধরনের হুমকি উপেক্ষা করে শিক্ষার্থী সমাজ আন্দোলন অব্যাহত রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তাঁরা।

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী