হোম > সারা দেশ > খুলনা

পরিত্যক্ত ভিটায় মিলল নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ

খুলনা ও বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা থেকে নিখোঁজ এক ব্যক্তি (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাওঘরা চরডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুর শেখ বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আ. মালেক শেখের ছেলে। 

স্বজনদের বরাতে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, আমিনুর শেখ গত ১৫ মার্চ রাতে বাড়ির পাশের নিজ ঘেরের জমিতে যায়। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় নিহতের বাবা পরদিন সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, সকালে গাওঘরা গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় তাঁর মরদেহ পড়ে থাকেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে আমিনুর শেখের মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, মরদেহে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাঁকে শ্বাসরোধে করে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার