হোম > সারা দেশ > খুলনা

পরিত্যক্ত ভিটায় মিলল নিখোঁজ ব্যক্তির অর্ধগলিত লাশ

খুলনা ও বটিয়াঘাটা প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা থেকে নিখোঁজ এক ব্যক্তি (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাওঘরা চরডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুর শেখ বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আ. মালেক শেখের ছেলে। 

স্বজনদের বরাতে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, আমিনুর শেখ গত ১৫ মার্চ রাতে বাড়ির পাশের নিজ ঘেরের জমিতে যায়। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় নিহতের বাবা পরদিন সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, সকালে গাওঘরা গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় তাঁর মরদেহ পড়ে থাকেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে আমিনুর শেখের মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, মরদেহে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাঁকে শ্বাসরোধে করে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার