হোম > সারা দেশ > যশোর

বস্তায় আদা চাষে লাভবান কৃষক সোবহান

যশোরের ঝিকরগাছায় বস্তায় মাটি ভরে আদা চাষ করে লাভবান হয়েছেন মো. আব্দুস সোবহান নামের এক কৃষক। স্বল্প জায়গায়, কম সময়ে এই চাষে উৎপাদন খরচ বাদেও কয়েক গুণ লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। এই পদ্ধতিতে আদা চাষে কৃষকদের বিভিন্ন সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

উপজেলার বেজিয়াতলা গ্রামের কৃষক মো. আব্দুস সোবহানের বাড়ি সংলগ্ন পুকুর, পুকুরের চারপাশে বিভিন্ন ফলদ বৃক্ষের গাছে ভরা। এসব গাছের সঙ্গে বস্তায় আদা চাষ করেছেন তিনি। মসলাজাতীয় ফসল গাছতলায় এই পদ্ধতিতে চাষ করে দ্বিগুণ ফলন হয়েছে। 

কৃষক আব্দুস সোবহান বলেন, ‘গত বছরের মার্চ মাসে নওগাঁ থেকে হাইব্রিড জাতের ৩০ কেজি আদার বীজ সংগ্রহ করে ৩০০ বস্তায় লাগাই। বীজ সংগ্রহ, বস্তা, সারসহ মোট খরচ হয়েছে ১৫-১৬ হাজার টাকা। ২৮০ দিন পরে আদা ওঠাই। এতে আড়াই মণ আদা পাই। বর্তমান বাজারদর হিসেবে যার মূল্য ৩৬ হাজার টাকা। তবে ছায়াযুক্ত জায়গায় ফলন বেশি হয়েছে।’ 

আব্দুস সোবহান আরও বলেন, ‘সমস্ত আদা রেখে দিয়েছি বীজ করতে। আগামীতে বেশি করে চাষ করব। বুঝেশুনে বস্তায় আদা চাষ করলে ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। এই চাষে জমি কম লাগে, খরচও কম।’ 

উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘বস্তায় আদা চাষ অত্যন্ত লাভজনক। আব্দুস সোবহানকে দেখে অনেক কৃষক পতিত জমিতে বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমরাও তাঁদের সার্বক্ষণিক পরামর্শ ও উৎসাহ দিচ্ছি। আব্দুস সোবহানকে মসলার উন্নত জাত প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পে সার দেওয়া হয়। অন্য কৃষকদের মধ্যে এটি সম্প্রসারিত হলে এলাকায় মসলা উৎপাদন আরও সমৃদ্ধ হবে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক