হোম > সারা দেশ > ঝিনাইদহ

কোটচাঁদপুরে ১৫ দিন ধরে ৩ যুবক নিখোঁজ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

একই গ্রাম থেকে ৩ যুবক নিখোঁজের ১৫ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি। এর আগে গত ২০ মার্চ (রোববার) সভা শোনার নাম করে ওই তিন যুবক বাড়ি থেকে বের হয়ে যায়। 

নিখোঁজ তিন যুবকের মধ্যে রয়েছে কোটচাঁদপুর বড়বামনদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে পারভেজ হোসেন, রকিব উদ্দিনের ছেলে রাব্বি হোসেন ও আনোয়ারের ছেলে রিয়াজ হোসেন। 

জানা যায়, ওই তিন যুবক সভা শোনার নাম করে গেল ২০ মার্চ (রোববার) রাতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁদেরকে আর খুঁজে পায়নি পরিবারের লোকজন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। 

এ ব্যাপারে রাব্বি হোসেনের মা সাথী বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে বাড়ি ছেড়ে কোন দিন বাইরে থাকেনি। কোন খারাপ সঙ্গও ছিল না। তবে যাওয়ার কয়দিন ধরে, আমার ছেলের চলা ফেরায় এলোমেলো দেখা যায়। রাব্বিকে পাশের বাড়ির দেবর রিয়াজ হোসেন রোববার রাতে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁর আর কোন সন্ধান পাইনি। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সঞ্চয় কুমার বিশ্বাস বলেন, ‘ওই ঘটনা নিয়ে আমরা কাজ করছি, তেমন কোন অগ্রগতি নাই। তাঁরা বারবার তাঁদের জায়গা বদল করছেন। এ কারণে শনাক্ত করতে সমস্যা হচ্ছে।’

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার