হোম > সারা দেশ > খুলনা

‘আজকের পত্রিকা পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে’

খুলনা প্রতিনিধি

‘সংবাদপত্রের কাজ সঠিক তথ্য পরিবেশন করা। সত্যকে সত্য বলা। আজকের পত্রিকা সেই কাজটি দায়িত্বের সঙ্গে সুনামের সঙ্গে করতে পেরেছে। পত্রিকায় রয়েছে নতুনত্ব। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে এটি পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে। মাত্র দুই বছরের মধ্যে আজকের পত্রিকা সংবাদপত্র জগতে বিশেষ অবস্থান তৈরি করতে পেরেছে। জয় করেছে পাঠকের হৃদয়। আজকের পত্রিকার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।’

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এ অনুষ্ঠান হয়। এর আগে প্রেসক্লাব অঙ্গন থেকে শোভাযাত্রা বের করা হয়। নগরীর স্যার ইকবাল রোড ঘুরে প্রেসক্লাবে এসে তা শেষ হয়। এরপর কেককাটা এবং আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সুজনের খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত ই খুদা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, নারীনেত্রী সুতপা বেদজ্ঞ, সময়ের খবর সম্পাদক তরিকুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান পলাশ। এ ছাড়া খুলনার কর্মরত সাংবাদিক, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার শেখ আবু হাসান। সঞ্চালনা করেন জেলা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার