হোম > সারা দেশ > খুলনা

খুলনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল বলেন, শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কিছুদিন আগে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হন।

আজ রাত পৌনে ৮টার দিকে সংগীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাঁকে ধাওয়া করেন। জীবন বাঁচাতে তিনি সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও তাঁর শেষরক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় ছয়টি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। এ ছাড়া তাঁর শরীরে আটটি কোপের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।

এলাকার একাধিক সূত্র জানায়, নিহত শাহাদাত ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাউসুল আজম গাউসের চাচাতো ভাই।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার