হোম > সারা দেশ > খুলনা

আইনশৃঙ্খলা সভায় অংশ নেওয়ার পরদিন চেয়ারম‌্যান আটক

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

আটক হওয়া মিরপুর উপ‌জেলার ফুলবা‌ড়িয়া ইউপির চেয়ারম‌্যান নুরুল ইসলাম। ছবি: সংগৃহীত

কু‌ষ্টিয়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ‌দিবাগত রাতে তাঁকে আটক করা হয়। আটক হওয়া নুরুল ইসলাম (৫০) মিরপুর উপ‌জেলার ফুলবা‌ড়িয়া ইউপির চেয়ারম‌্যান। পু‌লিশ বল‌ছে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। ত‌বে এক‌টি মামলার স‌ন্দেহভাজন আসামি হি‌সে‌বে তাঁকে আটক করা হ‌য়ে‌ছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজ‌কের প‌ত্রিকা‌কে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দি‌কে মিরপুর উপজেলা সভাকক্ষে অনু‌ষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় চেয়ারম‌্যান নুরুল ইসলাম‌কে উপ‌স্থিত থাক‌তে দেখা গে‌ছে। ওই সভায় আওয়ামী লীগপন্থী অন‌্যান‌্য ইউপি চেয়ারম‌্যানও উপ‌স্থিত ছি‌লেন। এরপ‌রই ছাত্রজনতার ক্ষো‌ভের মু‌খে প‌ড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রা‌তে মিরপুর উপ‌জেলার ফুলবা‌ড়িয়া গ্রা‌মের নিজ বাড়ি থেকে পুলিশ নুরুল ইসলাম‌কে আটক করে। নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক। ‌তি‌নি একই গ্রা‌মের মৃত রুহুল আমি‌নের ছে‌লে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ব‌লেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রমের অংশ হিসেবে নুরুল ইসলাম‌কে আটক করেছে পুলিশ। তাঁর বিরু‌দ্ধে অভিযোগ র‌য়ে‌ছে। এক‌টি মামলায় তাঁকে স‌ন্দেহভাজন আসামি হি‌সে‌বে আটক করা হ‌য়ে‌ছে। ত‌বে কোন মামলা তা তি‌নি নি‌শ্চিত ক‌রে ব‌লেন‌নি।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা