হোম > সারা দেশ > কুষ্টিয়া

পিকনিকে নৌকার ওপর নাচানাচির সময় নদে পড়ে যুবক নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে নৌকায় পিকনিক করতে গিয়ে নাচানাচির একপর্যায়ে নদীতে পড়ে শুভ ইসলাম (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনার ২২ ঘণ্টা পরেও নদীতে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

আজ শনিবার দুপুরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ আগস্ট) সন্ধা ৬টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কসংলগ্ন গড়াই নদে ওই যুবক পড়ে নিখোঁজ হন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা নিয়ে পিকনিকে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয়জন বন্ধু নদে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে এলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। 

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নদে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদে এ উদ্ধার অভিযান চালাচ্ছেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক