হোম > সারা দেশ > খুলনা

মহানবী (সা.)–কে কটূক্তি: খুলনার সেই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

খুলনা প্রতিনিধি

মহানবী (সা.)–কে কটূক্তি করার অভিযোগে খুলনার সেই তরুণের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিমাই চন্দ্র কণ্ডু।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে চিকিৎসাধীন ওই তরুণ। তাঁর শারীরিক অবস্থার উন্নতির দিকে বলে জানা গেছে। 

ওসি নিমাই চন্দ্র কণ্ডু বলেন, ৫ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে অভিযোগ আসে। এ মামলায় ওই তরুণের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে তিনটি ধারায় অভিযোগ আনা হয়। প্রাথমিক যাচাই–বাছাই করে ওই দিনই অভিযোগটি সাইবার নিরাপত্তা আইনে নথিভুক্ত করা হয়েছে। 

উল্লেখ্য, ওই তরুণের বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগ ওঠার পর ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে কয়েকজন ছাত্র তাঁকে ধরে নগরীর সোনাডাঙ্গায় অবস্থিত ডেপুটি পুলিশ কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাঁর মোবাইল ফোন যাচাই করা হয়। তখন ওই ছাত্র জানান, ৩ সেপ্টেম্বর একটি পোস্টে তিনি ক্ষুব্ধ হয়ে একটি মন্তব্য করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে সেটি মুছে দিয়েছেন। কিন্তু কয়েকজন সেই মন্তব্যটির স্ক্রিনশট রেখে দেন এবং তা ছড়িয়ে দিয়ে তাঁকে বিপদে ফেলেন। 

এদিকে বিষয়টি জানাজানি হলে লোকজন উপপুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। খবর পেয়ে সেনা ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের ভেতর ঢুকে ওই যুবককে পিটিয়ে আহত করে। এরপর সেনাসদস্যরা ওই কলেজছাত্রকে উদ্ধার করেন।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ