হোম > সারা দেশ > খুলনা

খুলনায় গুলিবিদ্ধ যুবক, ৮০ হাজার টাকা ছিনতাই

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. বনি আমিন (৩৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় তার কাছ থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ১২টার দিকে রূপসার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বনি আমিন ওই এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বনি আমিন রূপসা কলেজের পাশে একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান চালান। রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলযোগে দুই সন্ত্রাসী তার পথ রোধ করে। হেলমেট পরা সন্ত্রাসীরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পুনরায় দোকান খুলতে বাধ্য করে এবং এরপর তার বাঁ পায়ের হাঁটুর ওপরে গুলি করে। যাওয়ার আগে ক্যাশ থেকে ৮০ হাজার টাকা লুটে নেয় তারা।

এলাকাবাসীর দাবি, হামলাকারীরা পেশাদার ছিনতাইকারী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আহত ব্যক্তি খুলনার কুখ্যাত মীর মামুন গ্রুপের সদস্য এবং বিকাশের মাধ্যমে মাদকসংক্রান্ত লেনদেনে জড়িত থাকতে পারেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ‘রাতের ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ থানায় অবহিত করেনি। তবে সকালে ঘটনাটি লোকমুখে শুনেছি। তদন্ত চলছে এবং আহত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার