হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে ফোনে ডেকে নিয়ে হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি 

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি ইলিয়াস সরদার। ছবি: আজকের পত্রিকা

নড়াইলের কালিয়ায় পূর্বশত্রুতার জের ধরে এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ইলিয়াস সরদার (৩৩) খুলনার তেরখাদা উপজেলার পারোখালী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। নিহত ব্যক্তির নাম আহাদ মল্লিক। তাঁর বাড়ি কালিয়া উপজেলার নড়াগাতী থানার আইচপাড়া গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইলিয়াস ২০১৮ সালের ৪ জুলাই রাতে আহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তিনি ঘরে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি করে পরদিন সকালে তেরখাদা উপজেলার পারোখালী গ্রামের পাটখেতে তাঁর লাশ পান। নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপ এবং গলায় কালো দাগ ছিল।

এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদী হয়ে নড়াগাতী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খান মাহবুবুর রহমান পাঁচ আসামির নামে আদালতে অভিযোগপত্র দেন। তাঁদের মধ্যে চার আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বিচারক তাঁদের বেকসুর খালাস দেন।

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই