হোম > সারা দেশ > যশোর

যশোরে যুবলীগ নেতার বাসা থেকে ফেনসিডিল উদ্ধার, স্ত্রী কারাগারে 

যশোর প্রতিনিধি

যশোর শহরের বিরামপুরে কেরামত আলী মোল্লা নামে এক যুবলীগের নেতার বাসায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করা হয়। আজ মঙ্গলবার ফকিরার মোড় এলাকার ওই বাসায় অভিযানটি পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

অভিযুক্ত কেরামত আলী মোল্লা যশোর জেলা যুবলীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি। তাঁর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

জানা যায়, মঙ্গলবার সকালে শহরতলির বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ এলাকার কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। এ সময় কেরামত আলী মোল্লা মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন বলেন, ‘কেরামত আলী মোল্লা ও তাঁর স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা ছদ্মবেশে কয়েক দিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। 

`অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। তাঁর বসতঘরে অভিযান চালিয়ে সাত বান্ডিলে ২৫ বোতল করে মোট ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল তাঁর শোবার ঘরে (বেডরুম) খাটের নিচে সাজানো ছিল। এ সময় কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়।' 

তিনি বলেন, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহীন পারভেজ বাদী হয়ে সুলতানা বেগম ও তাঁর স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। 

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মাদকদ্রব্য অধিদপ্তর আসামিকে থানায় হস্তান্তরের পর আদালতে পাঠানো হয়। বিকেলে আদালত আসামিকে কারাগারে প্রেরণ করেছেন।’

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ