হোম > সারা দেশ > মাগুরা

কোটা আন্দোলনে ছাত্রদল নেতা রাব্বি নিহত, মামলার আসামি মাগুরার সাবেক দুই এমপি

মাগুরা প্রতিনিধি

মাগুরার পারনান্দুয়ালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি (৩৪)। ওই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন নিহতের ভাই ইউনুস আলী। এতে আসামি করা হয়েছে  আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (মাগুরা-১) অ্যাড. সাউফুজ্জামান শিখর ও অ্যাড.বীরেণ শিকদারসহ (মাগুরা-২) ১৩ নেতা কর্মীকে। অজ্ঞাতনামা হিসাবে রয়েছে প্রায় ২০০ জনের নাম। 

গত মঙ্গলবারে রাতে করা মামলায় আসামিদের নাম তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ না করলেও গতকাল বৃহস্পতিবার আসামিদের নামের তালিকা পাওয়া যায়।

গত ৪ আগস্ট শহরের পারনান্দুয়ালী এলাকায় দুই ব্রিজ সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে স্থানীয় ছাত্র জনতার সংঘর্ষ হয়। সেখানে ছাত্রদল নেতা রাব্বি সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন নিহত হন। রাব্বি বৈরনাতুল গ্রামের মৃত ময়েন উদ্দিনেরে ছেলে। তিনি ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

আজ শুক্রবার সকালে নিহতের মা সালেহা বেগম আজকের পত্রিকাকে বলেন, আমার ছেলের বউ পাচ মাসের অন্তঃসত্ত্বা। সে খুব অসুস্থ বোধ করছে। অনাগত সন্তানকে নিয়ে সে সারাক্ষণ চিন্তায় শুয়ে আছে। বড় ছেলে রাব্বি চলে যাওয়ায় আমরা খুব অসহায় হয়ে গেছি। 

তিনি আরও বলেন, আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। মামলায় যেন প্রকৃত দোষীরা শাস্তি পায়। এই সরকারের কাছে সঠিক বিচার পাবো বলে আমরা আশা করছি। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও সংসদ সদস্য বীরেন শিকদারে বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হত্যার হুকুম ও মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। হত্যা মামলার অন্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুহুল আমীন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শিশির অধিকারী, যুবলীগের কর্মী পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা রথী মোল্লা, বরুনাতৈল গ্রামের আজিজুল, আজিম ও রাকিব, যুবলীগের মীর রাশেদুল ইসলাম সুমন, পারলা গ্রামের তৌহিদ মোল্যা ও পারনান্দুয়ালী এলাকার হেদায়েত কোরাইশ।  

বাদী ইউনুস আলী এজাহারে উল্লেখ করেন, তাঁর ভাই জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। মাগুরার সাবেক দুই সংসদ সদস্যের হুকুম ও মদদে ৪ আগস্ট সকালে তাঁদের বাড়িতে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হুমকি দিয়ে আসেন। পরে মেহেদী হাসানসহ অন্যরা মিছিল নিয়ে ঢাকা রোড এলাকার যেতে চাইলে আসামিরা তাঁদের ওপর হামলা চালায়। প্রথমে রাস্তায় ফেলে আসামিরা মেহেদী হাসানকে লোহার রড দিয়ে আঘাত করেন। একই সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম তাঁর হাতে থাকা রিভলবার দিয়ে মেহেদী হাসানের বাঁ পাঁজরে আঘাত করেন।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি