হোম > সারা দেশ > খুলনা

ইবির বাংলা বিভাগের সভাপতি ড. রবিউলের পদত্যাগ

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বিভাগীয় সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আবেদনপত্র পেয়েছি। নতুন সভাপতির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

পদত্যাগপত্রে অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, ‘আমি গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে অদ্যাবধি বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে আমি আজ রোববার (১৬ মার্চ ২০২৫) এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমাকে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

উল্লেখ্য, অধ্যাপক ড. রবিউল হোসেন বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর নির্বাচিত সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে গত বছরের ৪ আগস্ট শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি শাপলা ফোরামের ব্যানারে তৎকালীন সময়ে ‘নৈরাজ্যবিরোধী’ মিছিলে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ