হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনের পরিবেশ বিপর্যয় ঠেকাতে ট্রলার চলাচল বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনের পর্যটনকেন্দ্র কলাগাছি ও দোবেকিতে যত্রতত্র প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট ফেলার অভিযোগে পর্যটকবাহী ট্রলার চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে বন বিভাগ। আজ শনিবার বেলা ১১টার দিকে ট্রলার চলাচলের এ অনুমতি বাতিল করা হয়। তবে সন্ধ্যায় বন বিভাগের সঙ্গে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রলার মালিক সমিতির। 

এ বিষয়ে ট্রলারমালিক ফেরদৌস আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শনিবার ছুটির দিন হওয়ায় বেশ কিছু পর্যটক এসেছিলেন মুন্সিগঞ্জে। দুটি ট্রলার সুন্দরবনের উদ্দেশে যাত্রা শুরু করার পরপরই ট্রলার চলাচলের অনুমতি বাতিল করে দেন মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা। 

ফেরদৌস বলেন, ‘পরে খোঁজখবর নিয়ে জানতে পারি, পর্যটক কর্তৃক প্লাস্টিকের বোতল ও খাবারের প্যাকেট বহনের অভিযোগে ট্রলারের অনুমতিপত্র দেওয়া বন্ধ রয়েছে।’ 

ফেরদৌস আরও বলেন, ‘সন্ধ্যার পরপরই ট্রলারমালিকসহ পর্যটন-সংশ্লিষ্টদের সঙ্গে সহকারী বন সংরক্ষকের সভা রয়েছে। আশা করছি, সেখানে বিষয়টি সমাধান হয়ে যাবে।’ 

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল শুক্রবার আমি কলাগাছি পর্যটনকেন্দ্রে গিয়েছিলাম। সেখানে প্লাস্টিক সামগ্রীর ছড়াছড়ি দেখেছি। তাই ট্রলার চলাচলের অনুমতিপত্র সাময়িক স্থগিত রেখেছি। সন্ধ্যায় বৈঠক ডেকেছি।’ 

ইকবাল আরও বলেন, ‘বৈঠকে ট্রলারমালিকেরা যদি পরিবেশ বিপর্যয় রোধে দায়িত্ব নিতে পারেন, তবে তাঁদের অনুমতিপত্র আবারও চালু করা হবে। সুন্দরবন সুরক্ষায় বন ও পরিবেশ মন্ত্রণালয়েরও এ বিষয়ে নির্দেশনা রয়েছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ