যশোরের ঝিকরগাছায় মৌমাছির হুলে জাহিদ হাসান আকাশ (২৮) নামেন এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়।
নিহত আকাশ উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি।
আকাশের ছোট ভাই মো. রাহুল হোসেন বলেন, ‘ভাই অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখভাল করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাবির সঙ্গে ছিলেন। ভোরে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছি হুল ফোটালে সে গুরুতর অসুস্থ বলে মোবাইল ফোনে খবর পাই। গিয়ে দেখি তাঁর অবস্থা খারাপ। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
রাহুল আরও বলেন, ভাবিকেও মৌমাছি হুল ফুটিয়েছিল। মৌমাছির হুলের পর ভাই স্ট্রোক করে মারা গেছেন বলে জানান চিকিৎসকেরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদুল আলম বলেন, পাঁচটার সময়ে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত ডাক্তারকে জানায়। তখন রোগীর অবস্থা খারাপ ছিল এবং কেউ বলতে পারেননি কীসে কামড়িয়েছে। তখনই তিনি মারা যান।