হোম > সারা দেশ > যশোর

‘স্বাধীনতার জন্য একমাত্র জিয়াউর রহমানই বিদ্রোহ করেছিলেন’

যশোর প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আইন করেন বা সংবিধানে যা-ই লেখেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। দেশের স্বাধীনতার জন্য একমাত্র জিয়াউর রহমানই পাকিস্তান বাহিনীর সামনে বিদ্রোহ করেছিলেন। ওই সময় সাহসী বহু সেনা ও রাজনৈতিক নেতা ছিলেন, কিন্তু কেউ কিছু বলেনি।’

আজ বৃহস্পতিবার যশোরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ অনেক প্রাচীন রাজনৈতিক দল হয়েও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবার বিএনপির কাছে পরাজিত হয়েছে। আজকে যারা ক্ষমতায় তারা গণতন্ত্রকে জবাই করেছিল, আর জিয়াউর রহমান সেই গণতন্ত্রের গোরস্থানে বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছিলেন।’

আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে হেরেছে এবং বারবার হারবে ইনশা আল্লাহ। এটা জানে বলেই তারা কায়দা-কৌশল করে ইলেকশন করতে চায়। জিয়াউর রহমান দেশ ও জনগণের জন্য যা করেছেন, তা নিয়ে কর্মী হিসেবে আমরা যতটা গর্ব করতে পারি। যেটা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পারে না। কারণ, আমাদের নেতা কখনো দেশ ও জনগণের প্রশ্নে আপস করেননি।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, ‘আজকে ক্ষমতাসীনেরা ১/১১-এর অসাংবিধানিক সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতা দখল করে বলেছিল—এটা আমাদের আন্দোলন ফসল। তারা সেদিন ওই অসাংবিধানিক সরকারের কাছ থেকে শপথ নিয়েছিল। এখন তারা বলছে, ১/১১ সরকার অবৈধ ছিল।’

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুল হুদা, জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক ও গবেষক বেনজীন খান প্রমুখ।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক