হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে অবাধ চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনকে অর্থদণ্ড প্রদান

প্রতিনিধি

শার্শা (যশোর): বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকদের সঙ্গে অবাধ চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মেনে পণ্য বিক্রির অভিযোগে পাঁচজনকে আট হাজার টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বিকেলে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, করোনা সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেশের সাতটি জেলার সীমান্তকে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি লকডাউনের আওতায় আনতে সুপারিশ করেছে। এর মধ্যে যশোরের বেনাপোল সীমান্ত অন্তর্ভুক্ত রয়েছে। ভারতীয় ট্রাক চালকদের মাধ্যমে যাতে কোনভাবে দেশে করোনা সংক্রমণ না ছড়ায় এ জন্য বন্দর এলাকার ব্যবসায়ীদের বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে। কিন্তু তারা কর্ণপাত না করে ভারতীয় ট্রাক চালকদের কাছে পণ্য বেচাকেনা ও মাস্ক ছাড়া তাঁদের সঙ্গে কথা বার্তা বলছিলেন। এমন অভিযোগে অভিযান চালিয়ে বন্দরের বাইপাস সড়কে এক মুদি দোকানদার, এক সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য ও তিনজন খাবার হোটেল ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, এ অভিযান পরিচালনা করেছেন শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি।

অভিযানকালে যশোরের নাভরণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার