হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শাশুড়ি আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রুবেল (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড়ের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পেশায় ঘোড়ার গাড়িচালক রুবেল হাসিমপুর গোলাইমোড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। নিহতের পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন ডেকে নিয়ে রুবেলকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছেন। 

নিহতের মা পপি খাতুন জানান, রুবেলের প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বছর আগে শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় স্ত্রী সন্তানসম্ভবা অবস্থা থেকে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল রোববার তাঁদের একটি মৃত সন্তান হয়। সন্ধ্যায় রুবেলের স্ত্রীর ভাই মিঠু শেখ রুবেলকে মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে ডেকে নিয়ে যান। সোমবার ভোরে স্থানীয়দের সংবাদে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। রুবেলের শ্বশুরবাড়ির লোকজন তাঁর ছেলেকে হত্যা করেছেন বলে দাবি করেন তিনি। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি