যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তাজউদ্দিন ভোলা বোরহান উদ্দিন উপজেলায় যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। ওসি জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশের সময় নিরাপত্তা কর্মী, পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে তাঁকে বেনাপোল পোর্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে ৫ আসামি গ্রেপ্তার হয়েছে।