হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত মাসুম মোল্যা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার চন্দ্রপুর গ্রামের মহসিন মোল্যার ছেলে।

এর আগে ১৪ সেপ্টেম্বর মাসুম মোল্যা নিজেদের মাছের ঘের থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকেরা রাস্তায় ফেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীরা জানায়, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার চন্দ্রপুর গ্রামে মহসিন মোল্যা ও আতাউর মৃধার মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর জেরে ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাসুম মোল্যা (৩০) মাছের ঘের থেকে ফেরার পথে প্রতিপক্ষ আতাউর মৃধার লোকেরা রাস্তায় ফেলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর মৃত্যু হয়। 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাসুমের ওপর হামলার ঘটনায় ২০ সেপ্টেম্বর তাঁর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলাটি এখন হত্যা মামলায় পরিণত হবে। মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা