হোম > সারা দেশ > যশোর

মনিরামপুরে রাস্তার পাশ থেকে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

বাটভিলা মাঠে লাশের খবর পেয়ে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

যশোরের মনিরামপুরে খাল বাটভিলা এলাকায় একটি মাঠ থেকে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে মরদেহের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহতের নিচের পাটির কয়েকটি দাঁত ভাঙা। বাঁ চোখে ক্ষতচিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজ বুধবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মাঠে লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ।

নিহত জহুরুল ইসলাম ওই উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ ছানার ছেলে। উপজেলার কোনাকোলা বাজারে তাঁর পাইপের দোকান রয়েছে।

স্থানীয় গোবিন্দপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাত ৮টার পর দোকান বন্ধ করে বাজার থেকে বেরিয়ে পড়েন জহুরুল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে দুর্বাডাঙ্গা বাজার থেকে পূর্বদিকে মাঠের মধ্যে রাস্তার পাশে জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

উদ্ধার করা মোটরসাইকেলটি। ছবি: আজকের পত্রিকা

ইউপি সদস্য আরও বলেন, ওই পথেই জহুরুল বাড়ি ফেরেন। রাতে বাড়ি ফেরার পথে কী হয়েছে তা অনুমান করা যাচ্ছে না। আলামত দেখে এটা সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। পুলিশ ঘটনা তদন্ত করছে। জহুরুলের সঙ্গে কারও শত্রুতা ছিল এমন কোনো তথ্যও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে মনিরামপুর থানার উপপরিদর্শক তাঁরা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ময়নাতদন্ত না হলে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক