হোম > সারা দেশ > খুলনা

আনোয়ারায় বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের ৯ জনসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বরুমছড়া ইউনিয়নের জায়ত্তেশর মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় বিএনপির এক কর্মীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ তোলা হয়েছে।

সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিরা হলেন খলিলুর রহমানের স্ত্রী নুর বেগম (৩৫), তাঁর ছেলে মো. মোজাম্মেল হক (২৪), মিনু আকতার (৩০), সেলি আকতার (৩৫), হোসনে আরা বেগম (৪৫), আঞ্জুমান আরা বেগম (৬০), নবী হোসেনের মেয়ে হিরা আকতার (১৬), গুরা মিয়া (৩০) ও জসিম উদ্দিন (৩৫)।

আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী খলিলুর রহমান বলেন, হামলাকারীরা বসতঘরে হামলা-ভাঙচুর চালানো ছাড়াও চার লাখ টাকাসহ দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ভাই বিএনপি নেতা মনজুর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় নারীসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে অপর পক্ষের আহমদ নুর বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা করেছে। তাতে আমাদের দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসহ ছয়জন নেতা-কর্মী আহত হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বা মামলা করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার