হোম > সারা দেশ > খুলনা

খুবির ইনোভেশন ক্লাবের নেতৃত্বে চিরঞ্জিত-সোহাগ

খুবি প্রতিনিধি 

চিরঞ্জিত পাল ও সোহাগ চন্দ্র। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনোভেশন ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৫ ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চিরঞ্জিত পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ চন্দ্র। আজ সোমবার ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সহসভাপতি পদে মনোনীত হয়েছেন রিদওয়ান আল জাওয়াদ (আন্তর্জাতিক) ও আশা আক্তার (বহিঃসম্পর্ক)। সহকারী সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইমন কুমার সাহা বিষ্ণুপদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ম ই ম ফাহাদ এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন তাওহীদুজ্জামান ফিরোজ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শবনম মুস্তারী, আর তাঁর সহকারী হিসেবে রয়েছেন সৌরভ কুমার ভৌমিক। প্রকাশনা সম্পাদক হয়েছেন শ্যামলী নন্দী ও তাঁর সহকারী হিসেবে থাকবেন কবিয়া খানম। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দীপঙ্কর পাল ও সহকারী অর্থ সম্পাদক হিসেবে কাজ করবেন বিষ্ণু বিশ্বাস সুলভ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কোমানিং চাকমা এবং সহকারী দপ্তর সম্পাদক অর্ণব কণ্ডু। জনসংযোগ সম্পাদক হিসেবে থাকবেন শুভদীপ গোলদার।

নতুন কমিটিতে বিভিন্ন বিশেষায়িত শাখারও দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিজ্ঞান শাখার পরিচালক হয়েছেন আল্পনা বৈদ্য, প্রযুক্তি শাখার পরিচালক মো. আতীকুল ইসলাম, দর্শন শাখার পরিচালক জয়দেব পাল এবং উদ্যোক্তা শাখার পরিচালক অনিমেষ দাস তীর্থ।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা