হোম > সারা দেশ > মেহেরপুর

শিকলে বাঁধা বাবা-মায়ের স্বপ্ন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামের আলাউদ্দীনের ছেলে আলমাছ। বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে মানুষের মতো মানুষ হবে, ধরবে পরিবারের হাল। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফলাফল খারাপ হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে আলমাছ। আস্তে আস্তে অস্বাভাবিক আচরণ করতে থাকে। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছে পরিবার। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আত্মীয়-প্রতিবেশীদের মারধর করায় বর্তমানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আলমাছকে। 

আলমাছের বাবা আলাউদ্দীন জানান, ‘আমার ছেলে খুব মেধাবী ছিল। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ফলাফল খারাপ হওয়ায় মানসিক আঘাত পায়। আস্তে আস্তে মন-মানসিকতা পরিবর্তন হতে থাকে। একসময় তার ব্রেইন কোনো কাজ করে না। সে হয়ে যায় পাগল। আর ভেঙে যায় আমার জীবনের সমস্ত স্বপ্নগুলো। একজন বাবার সামনে তার ছেলেকে শিকলে বাঁধা অবস্থায় দেখা যে কত কষ্টকর তা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়।’ 

মা আছিয়া খাতুন জানান, ‘আমার সন্তানের চিকিৎসা করাতে গিয়ে আমি সর্বস্বান্ত হয়ে গেছি। পাগল ছেলেকে নিয়েই কষ্টের মধ্যে জীবন যাপন করছি। করমদী গ্রাম থেকে গিয়ে বর্তমানে তেঁতুলবাড়িয়ার এক আত্মীয়র বাড়িতে আছি। প্রতিবেশীদের আঘাত করবে বলে শেকলে বেঁধে রাখা হয়েছে। দেড় মাস ধরে আমার ছেলেকে শিকলে বেঁধে রেখেছি। আগে থেকেই তার মাথায় সমস্যা হতো এখন সেই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সমাজের বিত্তবানদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। আর প্রতিবন্ধী যে ভাতা পাই তাতে চিকিৎসা খরচ হয় না।’ 

গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী জানান, আলমাছ প্রতিবন্ধী হওয়ার কারণে তাকে প্রতিবন্ধী কার্ডের আওতায় আনা হয়েছে এবং নিয়মিত ভাতা পাচ্ছে। এ ছাড়া চিকিৎসার জন্য আবেদন করলে তাকে সহযোগিতা করা হবে। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক