হোম > সারা দেশ > ঝিনাইদহ

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গ্রিল পড়ে শ্রমিক নিহত 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বারান্দার গ্রিল পড়ে সেমিন মণ্ডল (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সেমিন মণ্ডল শহরের পবহাটি গ্রামের আমিন মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, আজ দুপুরে চিকিৎসক আলাউদ্দিনের নির্মাণাধীন বাড়িতে সেমিন মণ্ডলসহ কয়েকজন ব্যক্তি শ্রমিকের কাজ করছিলেন। এ সময় রঙের কাজ করতে গিয়ে বারান্দার গ্রিল সেমিন মণ্ডলের ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেমিন মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওই বাড়ির মালিক ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডা. আলাউদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আহত সেমিনকে হাসপাতালে আনা হয়। এ সময় আমরা চিকিৎসকেরা অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারিনি। মূলত গ্রিল পড়ে তাঁর বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে তিনি মারা গেছেন।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে, এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার