হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় কারবাইড মেশানো ৮ হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো বিভিন্ন জাতের আট হাজার কেজি আম জব্দ করেছে র‍্যাব। পরে তা বুলডোজার দিয়ে নষ্ট করা হয়। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারবাইড মেশানো এসব আম ঢাকায় পাঠানো হচ্ছিল বলে জানা গেছে।

গতকাল রোববার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে এ আম জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন তথ্যে জানতে পারি, কালীগঞ্জ উপজেলার জিরেনগাছা থেকে ট্রাকভর্তি পরিপক্ব আম ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শহরের বাঁকাল ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি ট্রাক থামিয়ে আম জব্দ করা হয়। জব্দ করা আমের পরিমাণ আট হাজার কেজি এবং যার মূল্য প্রায় সাত লাখ টাকা।’

জানা যায়, আজ রাতে জেলার কালীগঞ্জ উপজেলার জিরেনগাছা থেকে দুই ট্রাকভর্তি অপরিপক্ব ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম ঢাকায় নিয়ে যাচ্ছিল জয়েন্ট ট্রান্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠান। এ সময় শহরের বাঁকাল ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন এলাকা থেকে ট্রাকভর্তি আমগুলো জব্দ করেন র‍্যাব সদস্যরা।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের উপস্থিতিতে বুলডোজারে পিষে আমগুলো নষ্ট করা হয়। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (কারবাইড) ব্যবহার করা হয়েছিল, যেটা মানবদেহের জন্য ক্ষতিকর।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা প্রশাসন আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারণ করে দিয়েছে।’ নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কারবাইড ও কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম বাজারজাত করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ