হোম > সারা দেশ > খুলনা

ইবি কর্মকর্তাদের কর্মবিরতি 

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে। আজ শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ কর্মবিরতি করেছে কর্মকর্তারা। 

তাদের দাবি হলো-কর্মঘণ্টা কমানো, বেতনের নীতিমালা পরিবর্তন ও চাকরির বয়সসীমা ৬২ বছরের উন্নীতকরণ। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে কর্মকর্তারা সহকারী রেজিস্ট্রার পদে ৩৫ হাজার ৫০০ ও উপ-রেজিস্ট্রার বা সমমান পদে ৫০ হাজার টাকা বেতন স্কেলের দাবি করে আসছেন। আন্দোলনের প্রেক্ষিতে ২০১৯ সালে ২৪৭ তম সিন্ডিকেট সভায় শর্ত সাপেক্ষে দাবি মেনে নেয় তৎকালীন প্রশাসন। এতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ফলাফল ও চাকরির সময়ের ওপরে কিছু শর্ত আরোপ করা হয়। এ ছাড়া কোন প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে এই সুবিধা সংশোধন করার কথা বলে প্রশাসন। 

এতে শিক্ষাগত যোগ্যতার শর্ত অনুযায়ী এই বেতন স্কেল থেকে বঞ্চিত কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবির প্রেক্ষিতে সম্প্রতি হওয়া ২৫৪ তম সিন্ডিকেট সভায় সকলের জন্য একই স্কেল নির্ধারণ করা হয়। এদিকে সম্প্রতি দেওয়া বেতন স্কেলের নীতিমালায় সহকারী রেজিস্ট্রার হওয়ার ছয় বছর ও উপ-রেজিস্ট্রার হওয়ার পাঁচ বছর পর স্কেল কার্যকর হওয়ার বিষয় উল্লেখ আছে বলে জানান কর্মকর্তারা। 

ফলে আজ শনিবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা। এতে শিক্ষার্থীরা কাগজপত্র উত্তোলনসহ বিভিন্ন প্রশাসনিক কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। জানা গেছে, আগামীকাল রবিবার তারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। দাবি আদায় না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। 

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘আমাদের দাবিসমূহ যৌক্তিক। আমরা আজ (শনিবার) এক ঘণ্টা কর্মবিরতি করেছি। আগামীকাল দুই ঘণ্টা করব। এর পরেও দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত