হোম > সারা দেশ > খুলনা

‘প্রেস’ লেখা ছাত্রলীগ নেতার বাইক থেকে ফেনসিডিল উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোলে ‘প্রেস’ লেখা মোটরসাইকেল থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার বেনাপোল পোর্ট থানার বুজতলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

আটক শেখ মফিজুর রহমান মফিজ বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। তিনি বেনাপোল পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। 

জানা যায়, আটক শেখ মফিজুর রহমান সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে দীর্ঘ দিন ধরে মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল সীমান্ত থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

এ বিষয়ে আমড়াখালী বিজিবি চেকপোস্টের কোম্পানি কমান্ডার মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, বেনাপোল সীমান্তে এক মাদক কারবারি বিপুল পরিমাণ মাদক নিয়ে যশোরের পথে রওনা দিয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেলসহ ধরা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল ও বাইকের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ১১ হাজার পাঁচ শ টাকা।’ 

তিনি আরও বলেন, ‘আটক মাদক বিক্রেতা ছাত্রলীগের বেনাপোল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার কাছ থেকে দৈনিক নাগরিক ভাবনা ও এবং জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয়পত্র পাওয়া গেছে।’ 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘মাদক নির্মূলে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে। আটক আসামি সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে অবৈধ পন্থায় স্বল্প মূল্যে ফেনসিডিল ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ করেন।’ 

তিনি বলেন, ‘ফেনসিডিলসহ আটক মফিজ একটি পত্রিকার কার্ড বহন করে তার ব্যবহৃত মোটরসাইকেলে প্রেস স্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে।’ আটক মফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী