হোম > সারা দেশ > কুষ্টিয়া

সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় রুবেলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তাঁরা। 

গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সমাজসেবক রফিকুল ইসলাম পথিক, করমদী ডিগ্রি কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু, সাংবাদিক হারুন অর রশীদ রবি, আবুল কাশেম অনুরাগী, সাহাজুল সাজু, লিটন মাহমুদ, বদরুজ্জামান লাল্টু, রাকিবুল ইসলাম, মাসুদ রানা, ইজাজ উদ্দিন, রাসেল আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা কুষ্টিয়া প্রেসক্লাবের দেওয়া কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন গণমাধ্যমকর্মী নিখোঁজ হওয়ার পরে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এর পাঁচ দিন পরে দুঃখজনকভাবে তাঁর মরদেহ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে জিডি করার পরেও প্রশাসন গুরুত্ব না দেওয়ায় রুবেলের মৃত্যু দেখতে হলো। তাই রুবেলের হত্যার রহস্য উন্মোচন ও নির্মম এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ