হোম > সারা দেশ > খুলনা

কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মনিরুজ্জামান (৪৫) ওরফে কালু নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত মো. মনিরুজ্জামান নগরীর খানজাহান আলী থানার অ্যাজাক্স জুট মিল কলোনির বাসিন্দা ও মৃত আব্দুস সামাদের ছেলে।

কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে কুয়েটের সম্প্রসারিত ক্যাম্পাসে ১০ তলা নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় নির্মাণশ্রমিক মোহাম্মদ কালু কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রকৌশলী আবু হায়াত বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় একজন নির্মাণশ্রমিক পড়ে মারা গেছেন। বিষয়টি উপাচার্যসহ অন্যদের জানানো হয়েছে।

এ বিষয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন খান বলেন, নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি