হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ী লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের পাঁচ দিন পর নদী থেকে ইসহাক মোল্লা নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ মঙ্গলবার সকালে কালিয়া উপজেলার চিত্রা নদীর পাটনা সুইচ গেটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন। 

ব্যবসায়ী ইসহাক মোল্লা (৭৫) লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম মোল্লার ছেলে। 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘লাশটি ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ 

স্বজনরা জানান, গত বৃহস্পতিবার স্ত্রীর কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা নিয়ে বড়দিয়া বাজারে নিজের দোকানে যান তিনি। বিকেলে তাঁকে মহাজন ঘাট এলাকায় চা খেতে দেখা যায়। ব্যবসায়িক কাজ সেরে তিনি আর বাড়িতে ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। 

তাঁরা আরও জানান, চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তাঁর টাকা পয়সার লেন-দেন ছিল। কয়েক দিন আগে কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটিও হয়েছে। তাঁদের ধারণা, তাঁকে কে বা কারা হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।  

 

 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা