হোম > সারা দেশ > খুলনা

বিয়ের ৫ দিনের মাথায় নববধূর ‘আত্মহত্যা’

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে পূজা বিশ্বাস (১৮) নামের এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। পাঁচ দিন আগে তাঁর বিয়ে হয়েছিল। 

আজ শনিবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

নিহত পূজা বিশ্বাস উপজেলার হিজলা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার গৌতম পাত্রের (২৫) স্ত্রী ও কলাতলা ইউনিয়নের মেলারকুল গ্রামের ভবানী বিশ্বাসের মেয়ে। 

পূজা বিশ্বাসের ভাই বিপ্লব বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, গত ১২ এপ্রিল রাতে হিন্দু ধর্ম অনুসারে গৌতম পাত্রের সঙ্গে তার ছোট বোন পূজা বিশ্বাসের বিয়ে হয়। রীতি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি তাদের বাড়ি বোন ও ভগ্নিপতি বেড়াতে যায়। 

 ১৬ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে পূজা ও তার স্বামী ঘুমিয়ে পড়ে। এদিন রাত ১২টার পর ভগ্নিপতি গৌতম পাত্র ঘুম ভেঙে গেলে দেখেন পূজা ঘরে নেই। বিষয়টি তাঁদের পরিবারের লোকজনদের জানালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে আম গাছের ডালে পরনের শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার বোনের মরদেহ পাওয়া যায়। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, স্বজনেরা জানিয়েছে ওই নারী আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর আসল কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের ভাই বিপ্লব বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার