হোম > সারা দেশ > খুলনা

তালায় নৌকা লাঙ্গলের সভা ছত্রভঙ্গ করে দিল প্রশাসন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ করার কথা। অথচ আজ শুক্রবার সাতক্ষীরার তালায় নৌকা ও লাঙ্গল প্রতীকের পোলিং এজেন্টদের পৃথক দুটি প্রশিক্ষণ সভা জনসভায় পরিণত হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেন। 

জানা গেছে, আজ (শুক্রবার) সকালে তালা মহিলা কলেজে নির্বাচনী পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ সভা করে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারসহ বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী সেখানে ভিড় করেন। 

অপরদিকে একই সময়ে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে নেতা-কর্মী নিয়ে একই সভা করেন সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন ফোর্সসহ সেখানে হাজির হয়ে দুইটি সভা ছত্রভঙ্গ করে দেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন স্যারের নির্দেশে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ