তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় ভ্যান থেকে পড়ে রোকেয়া খাতুন (৫৭) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রোকেয়া খাতুন তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের আব্দুল হাকিম শেখের স্ত্রী। ভ্যান থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ভ্যান থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।