হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে ইউএনওর ঈদ সামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে পথে পথে ঘুরে অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে ৪০০ অসহায় ব্যক্তির মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

সরেজমিনে দেখা যায়, ইউএনও এমএম আরাফাত হোসেন শহরের ত্রিমোহিনী মোড়, টাইগার মোড়, হাসপাতাল মোড়, পাইলট স্কুল মোড় ও উপজেলা পরিষদ চত্বর এলাকা ঘুরে অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষ এবং ভ্যান চালকদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। ঈদের আগে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ ও তেল পেয়ে খুশি অসহায় মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সাহিদুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহাসহ প্রমুখ।

কেশবপুর ইউএনও এম এম আরাফাত হোসেন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলা প্রশাসনের আয়োজনে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েই শহরে চলাচলকারী ৪০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদেরকে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ ও তেল দেওয়া হয়।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার