হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যান। তখন স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাগর মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

রূপসার আইচগাতী ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম জানান, সাগর দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

গতকাল রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে স্থানীয় আ. সালামের পুকুরে পড়ে যান। স্থানীয় এক চৌকিদার বিষয়টি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে এসআই আশরাফুল সেখানে পৌঁছান। পরে আইচগাতী ফায়ার স্টেশনকে খবর দেন তিনি। ফায়ার স্টেশনের সদস্য এবং স্থানীয়রা তাঁকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাগরের লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা