হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যান। তখন স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাগর মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

রূপসার আইচগাতী ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম জানান, সাগর দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

গতকাল রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে স্থানীয় আ. সালামের পুকুরে পড়ে যান। স্থানীয় এক চৌকিদার বিষয়টি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে এসআই আশরাফুল সেখানে পৌঁছান। পরে আইচগাতী ফায়ার স্টেশনকে খবর দেন তিনি। ফায়ার স্টেশনের সদস্য এবং স্থানীয়রা তাঁকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাগরের লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার