হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পুকুরে ডুবে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার রূপসা থানার আইচগাতীতে পুকুরে ডুবে মো. সাগর (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার আইচগাতী ইউনিয়নের মিলকি দেয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যান। তখন স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাগর মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

রূপসার আইচগাতী ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম জানান, সাগর দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

গতকাল রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন সাগর। পথে স্থানীয় আ. সালামের পুকুরে পড়ে যান। স্থানীয় এক চৌকিদার বিষয়টি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে এসআই আশরাফুল সেখানে পৌঁছান। পরে আইচগাতী ফায়ার স্টেশনকে খবর দেন তিনি। ফায়ার স্টেশনের সদস্য এবং স্থানীয়রা তাঁকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাগরের লাশ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে