হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়া করোনা হাসপাতালের ১২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা নষ্ট

প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া করোনা হাসপাতালে ১২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা নষ্ট হয়েছে। তবে এখনো ১৬টি সচল রয়েছে। ফলে চিকিৎসায় কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে কুষ্টিয়া করোনা হাসপাতালের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অনেকগুলোই সহায়তা হিসেবে বেসরকারিভাবে পাওয়া। সেগুলো মেরামতের জন্যও বেসরকারিভাবে সহায়তা নেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ছিল। কোভিড রোগীর চাপ বেড়ে গেলে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি আরও ২০টি যন্ত্র অনুদান হিসেবে দেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, প্রয়োজন না পড়ায় এখনো ছয়টি যন্ত্র অব্যবহৃত রয়েছে, এগুলো স্থাপনই করা হয়নি। গত কয়েক দিনে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা নষ্ট হলেও প্রয়োজন না পড়ায় ওই ছয়টি এখনো ইনটেক রয়েছে।

ডা. আবদুল মোমেন জানান, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৭৭ জন করোনাভাইরাস পজিটিভ ও ৭৭ জন কোভিডের উপসর্গ নিয়ে সহ মোট রোগী ভর্তি ২২৪ জন। তবে সবারই এই যন্ত্রের দরকার হয় না। হাসপাতালের ২০০ শয্যাতেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন আছে। এখন এখানে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সচল আছে ১৬টি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, নষ্ট হওয়া সরকারি ক্যানুলাগুলো মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বাকিগুলোর বিষয়ে বেসরকারি সহায়তা নেওয়া হচ্ছে।

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ