হোম > সারা দেশ > খুলনা

কুষ্টিয়া করোনা হাসপাতালের ১২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা নষ্ট

প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া করোনা হাসপাতালে ১২টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা নষ্ট হয়েছে। তবে এখনো ১৬টি সচল রয়েছে। ফলে চিকিৎসায় কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে কুষ্টিয়া করোনা হাসপাতালের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার অনেকগুলোই সহায়তা হিসেবে বেসরকারিভাবে পাওয়া। সেগুলো মেরামতের জন্যও বেসরকারিভাবে সহায়তা নেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা ছিল। কোভিড রোগীর চাপ বেড়ে গেলে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি আরও ২০টি যন্ত্র অনুদান হিসেবে দেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, প্রয়োজন না পড়ায় এখনো ছয়টি যন্ত্র অব্যবহৃত রয়েছে, এগুলো স্থাপনই করা হয়নি। গত কয়েক দিনে ১২টি হাই ফ্লো নাজাল ক্যানুলা নষ্ট হলেও প্রয়োজন না পড়ায় ওই ছয়টি এখনো ইনটেক রয়েছে।

ডা. আবদুল মোমেন জানান, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৭৭ জন করোনাভাইরাস পজিটিভ ও ৭৭ জন কোভিডের উপসর্গ নিয়ে সহ মোট রোগী ভর্তি ২২৪ জন। তবে সবারই এই যন্ত্রের দরকার হয় না। হাসপাতালের ২০০ শয্যাতেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ লাইন আছে। এখন এখানে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সচল আছে ১৬টি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, নষ্ট হওয়া সরকারি ক্যানুলাগুলো মেরামতের জন্য ঢাকাতে চিঠি পাঠানো হয়েছে। বাকিগুলোর বিষয়ে বেসরকারি সহায়তা নেওয়া হচ্ছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক