হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষক ও ট্রলিচালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুস (২৮)। জহুরুল পেশায় কৃষক এবং কুদ্দুস শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিচালক।

জানা গেছে, সকালে শ্রমিকদের নিয়ে ধান কাটতে বাড়ি থেকে পদ্মার ধারে নিজ জমিতে যান জহুরুল। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। দুপুর ১২টার দিকে বিরূপ আবহাওয়ার মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠে পড়ে যান। এ সময় অন্য কৃষকেরা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি জহুরুলকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে বেলা পৌনে ১টার দিকে ছাইবাড়ীয়ার বিল থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালক আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলিচালকের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে আছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার