হোম > সারা দেশ > খুলনা

নড়াইলে লিয়াকত সিকদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি নড়াইল

নড়াইল শহরসংলগ্ন সীমাখালী এলাকায় বাসচালক লিয়াকত সিকদার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ মোল্লাসহ (৪৪) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার প্রবীর কুমার রায়। 

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন সীমাখালী গ্রামের রুবেল শেখ (৩০) এবং একই গ্রামের গোপীনাথ গুহ গোপী (৩০)। ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে আসামিদের হাজির করা হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো অস্ত্র আসামি পলাশ মোল্লার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে এই মামলার অপর আসামি সীমাখালী গ্রামের নাসিম সিকদারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

মামলার বাদী নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে তাঁর স্বামী লিয়াকত সিকদারকে হত্যা করেছে আসামিরা। এই হত্যাকাণ্ডে ১৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে নড়াইল শহরসংলগ্ন সীমাখালী এলাকায় সড়কের পাশ থেকে বাসচালক লিয়াকত সিকদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার