হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটের ইউপি চেয়ারম্যান মনি মল্লিক উদ্ধার, হত্যাচেষ্টার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

উদ্ধার হওয়া মনি মল্লিক। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে পুলিশের তত্ত্বাবধানে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে মনি মল্লিককে উদ্ধার করা হয়। তাঁর নামে একটি মামলা রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তবে মনি মল্লিকের দাবি, এটি অপহরণ নয়, তাঁকে হত্যা করার উদ্দেশ্যে তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে মনি মল্লিক বলেন, ‘চারজনের একটি দল আমাকে জোর করে মোটরসাইকেলে তুলে নেয়। তারা আমাকে কিল-ঘুষি ও লাথি মারে। আমি পা পিছলে পড়ে গিয়ে বেশ আঘাত পাই।’

তিনি আরও বলেন, ‘এটা কোনো অপহরণ নয়, আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্যই তুলে নেওয়া হয়েছিল।’

মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার