হোম > সারা দেশ > খুলনা

নাশকতার মামলায় খুলনা বিএনপির ১৬ নেতা-কর্মী কারাগারে 

খুলনা প্রতিনিধি

নাশকতার মামলায় খুলনার পাইকগাছা বিএনপির ১৬ জন নেতা-কর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ সোমবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহমুদা খাতুন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামি পক্ষের আইনজীবী মোমরেজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পাইকগাছা থানার পৃথক দুটি নাশকতা মামলায় আসামিরা হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষে আজ খুলনার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’ 

আদালত সূত্র জানায়, গত বছরের ২৭ অক্টোবর এবং একই বছরের ৬ নভেম্বর পাইকগাছা থানায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নামে পৃথক দুটি নাশকতা মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে হলে আজ (সোমবার) খুলনার আদালতে জামিন আবেদন করেন বিএনপির নেতা-কর্মীরা। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

এদিকে বিএনপি নেতা-কর্মীদের কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে