হোম > সারা দেশ > মেহেরপুর

লোকসানের শঙ্কায় মেহেরপুরের আমচাষিরা, সরকারিভাবে রপ্তানির দাবি

মেহেরপুর প্রতিনিধি

দেশজুড়ে খ্যাতি রয়েছে মেহেরপুরের হিমসাগর আমের। চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হয়েছে এ আম সংগ্রহ। পর্যায়ক্রমে সংগ্রহ করা হবে অন্যান্য জাতের আম। তবে বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন জেলার আম একই সময়ে বাজারজাত হওয়ায় লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। এমন অবস্থায় সরকারিভাবে আম রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন চাষিরা। 
 
কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় ২ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। হিমসাগর আম রয়েছে ৬৫০ হেক্টর জমিতে। এ ছাড়া হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি বিভিন্ন জাতের আমবাগান রয়েছে। এ মৌসুমে ৩৭ হাজার ৭৮৫ টন আম উৎপাদন হবে, যার বাজারমূল্য প্রায় ১০৪ কোটি টাকা। 

এদিকে দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় জমিয়েছেন মেহেরপুরের মোকামগুলোতে। যদিও এবার বৈরী আবহাওয়ার কারণে আমের আকার কিছুটা ছোট। একই সঙ্গে বিভিন্ন জেলার আম বাজারজাত হওয়া ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির খড়্গ এখন বাগানমালিকদের কাঁধে। বাজার দরে আম বিক্রি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে জানান চাষিরা। 

সদর উপজেলার কোলা গ্রামের আমচাষি আহম্মেদ আলী বলেন, ‘চলতি মৌসুমে ৩২টি বাগান কিনেছি। ফলনও ভালো হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়া ও তীব্র তাপে আমের আকার ছোট হয়েছে। এদিকে সেচ, কীটনাশক, পরিবহন থেকে শুরু করে আম উৎপাদনের প্রতিটি উপকরণের দাম আকাশছোঁয়া। কিন্তু গেল বছরের তুলনায় এবার আমের দাম অনেক কম। ফলে উৎপাদন খরচ তুলতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাদের।’ 

আহম্মেদ আলী বলেন, প্রতি মৌসুমে প্রথমে সাতক্ষীরা, পরে মেহেরপুর, পর্যায়ক্রমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর আম সংগ্রহ শুরু হয়। কিন্তু এবার একই সময় বিভিন্ন জেলার আম সংগ্রহ একই সময় নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ফলে বাজারে সব জেলার আমে সয়লাব। পড়ে গেছে আমের দাম। 

একই উপজেলার আমঝুপি গ্রামের আমচাষি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি চট্টগ্রামে আমের চালান পাঠাই। এবার একই সঙ্গে বিভিন্ন জেলার আম বাজারে এসেছে। ঝড়ের ভয়ে আবার অপুষ্ট আম পেড়ে বাজারজাত করছেন কিছু কিছু বাগানমালিক। আমাদের জেলার আম স্বাদে-গন্ধে অতুলনীয় হলেও কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’ 

সাখাওয়াত হোসেন আরও বলেন, কয়েক বছর আগে জেলার হিমসাগর আম ব্যাগিং পদ্ধতিতে উৎপাদন করে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছিল। চাষিরা প্রত্যাশিত আমের দামও পেয়েছিলেন। সেটি বন্ধ হওয়ায় এখন বিপাকে চাষিরা। গত মৌসুমে জেলা থেকে ১০ টন আম ইউরোপের দেশগুলোতে রপ্তানি করা হয়েছিল। এবারও কিছু চাষি উদ্যোগ নিয়েছেন। তা প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রতিবছর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর আম বিদেশে রপ্তানি করা হয়। অথচ মেহেরপুরে সে ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয়নি। বাগানীদের কথা ভেবে সরকারিভাবে আম রপ্তানির দাবি জানিয়েছেন জেলার বাগানমালিকেরা। 

ঢাকা থেকে আসা আম ব্যবসায়ী লিটন মিয়া বলেন, ‘প্রতিবছর মৌসুমের শুরুতেই আমরা মেহেরপুরে আসি। বিশেষ করে এ জেলার হিমসাগর আম কিনতে। ঢাকাতে এর চাহিদা অনেক বেশি। তবে এবার আম কিনতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। আমের আকৃতি কিছুটা ছোট। আবার ঢাকায় সব জেলার আম একসঙ্গে। ফলে আম নিয়ে গিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে আমাদের।’ 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শঙ্কর কুমার মজুমদার বলেন, এবার বৈরী আবহাওয়া ও প্রচণ্ড খরতাপে সময়ের আগেই আম পাকতে শুরু করেছে। তাই অনেক জেলায় একই সঙ্গে আম সংগ্রহের অনুমতি দিয়েছে কৃষি বিভাগ। 

আম রপ্তানির বিষয়ে এই কৃষি কর্মকর্তা আরও বলেন, চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আম রপ্তানির কথা ভাবছে সরকার। যদিও বেসরকারিভাবে কিছু কিছু কোম্পানি কয়েকজন বাগানমালিকের সঙ্গে চুক্তি করেছেন। সে আমগুলো ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। তবে কী পরিমাণ আম জেলা থেকে রপ্তানি করা হবে তার সঠিক পরিসংখ্যান তিনি দিতে পারেননি।

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার