হোম > সারা দেশ > খুলনা

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শালা নিহত, আহত দুলাভাই

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দুলাভাই এনজিও-কর্মী আর শ্যালক কলেজছাত্র। শনিবার সকালে দুজনই যশোরে যাচ্ছিলেন। পথে চুরামনকাঠিতে সড়ক দুর্ঘটনায় শ্যালক রিয়াল হোসেন (২০) নিহত এবং দুলাভাই মামুন হোসেন (৩৫) আহত হয়েছেন। উভয়ের বাড়ি কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামের ঈমান উদ্দিনের ছেলে রিয়াল। তিনি যশোর এমএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর মামুন হোসেন ওই গ্রামের শামসুল মন্ডলের ছেলে। তিনি যশোরে শিশু ফাউন্ডেশনে চাকরি করেন।

শনিবার সকালে শালা-দুলাভাই মিলে মোটরসাইকেলযোগে যশোরে যাচ্ছিলেন। পথে চুরামনকাঠিতে সড়ক দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক মামুনকে ভর্তি রাখেন আর রিয়ালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা হাসপাতালে স্থানান্তর করেন।

স্বজনেরা খুলনায় নেওয়ার পথে রিয়াল মারা যান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন করতে অফিসার পাঠানো হয়েছে। সুরতহালের পর আইনি প্রক্রিয়ায় সব ব্যবস্থা করা হবে।’

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক