হোম > সারা দেশ > যশোর

বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিল আশিক

­যশোর প্রতিনিধি

মাসুদুর রহমান মাসুদ ও আশিকুর রহমান আশিক। ছবি: সংগৃহীত

যশোরে বাড়িতে বাবার লাশ রেখে দাখিল পরীক্ষা দিয়েছে আশিকুর রহমান আশিক নামের এক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটেছে।

আশিকুর রহমান আশিক যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। পরীক্ষা দিয়ে আশিক বাড়ি ফেরার পর তার বাবার দাফন সম্পন্ন হয়েছে।

মৃত মাসুদ যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি চূড়ামনকাটি বাজারে জুতার ব্যবসা করতেন। আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র। চূড়ামনকাটির ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রে সে দাখিল পরীক্ষা দিচ্ছে।

মৃতের স্বজনেরা জানিয়েছেন, আজ ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান আশিকের বাবা ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ। একদিকে বাবার লাশ বাড়িতে, অন্যদিকে আশিকের পরীক্ষা। বাবাকে হারানোর কঠিন শোক নিয়েই বাড়িতে বাবার লাশ রেখে সকালে পরীক্ষা দিতে যায় আশিক। পরীক্ষা শেষে আশিক বাড়ি ফিরলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরিবারের আহাজারিতে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। সবাই কেঁদেছে অঝোরে।

আশিকের প্রাইভেট শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর খবর নিয়ে সে সকালে তাঁদের বাড়িতে যায়। আশিককে সান্ত্বনা দিয়ে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার ছাতিয়ানতলা কেআই আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বাড়িতে বাবার লাশ রেখে আশিক পরীক্ষা দিয়েছে। শিক্ষকেরা তার দিকে আলাদাভাবে খেয়াল রেখেছেন।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার